‘উন্নয়নের কারণে আ. লীগ আবার ক্ষমতায় আসবে’

‘উন্নয়নের কারণে আ. লীগ আবার ক্ষমতায় আসবে’

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া এমপি বলেছেন, ‘সারাদেশে প্রতিটি গ্রামে যেভাবে উন্নয়ন হচ্ছে এ কারণেই আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তারই অংশ হিসেবে এক কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে গোলাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হলো। ’

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর উত্তর ইউনিয়নের গোলাপেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল সালাম, পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আমিন, স্কুল কমিটির সভাপতি মো. নুরুজ্জামান শান্ত প্রমুখ

উল্লেখ্য,নবনির্মিত ভবনটি এক কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়

More News...

দেশবাসী ও সমর্থকদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তারেক রহমান

জনগণের নির্বাচিত সরকার না হলে কোনো খাতে সংস্কার সম্ভব নয়: তারেক রহমান