অবসর ঘোষণা থমাস মুলারের

অবসর ঘোষণা থমাস মুলারের

জার্মানির জার্সিতে হয়তো শেষ ম্যাচ খেলা হয়ে গেছে- ইউরো থেকে জার্মানির বিদায়ের পর এমনটা বলেছিলেন থমাস মুলার। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি। সোমবার (১৫ জুলাই) আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বকাপ জয়ী এই জার্মান ফরোয়ার্ড।

এক ভিডিও বার্তায় মুলার বলেছেন, ‘জাতীয় দলের হয়ে ১৩১টি ম্যাচ এবং ৪৫ গোলের পর, আমি বিদায় জানাচ্ছি। আমি সবসময় আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। একজন ভক্ত হিসেবে ২০২৬ বিশ্বকাপে দলের সঙ্গে থাকব আমি কিন্তু খেলোয়াড় হিসেবে আর নয়।’

 

২০১০ মার্চে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মুলারের। অভিষেকের বছরে বিশ্বকাপে চমক দেখান তিনি। পাঁচ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট এবং ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড। জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়েও পাঁচ গোল করেছিলেন মুলার। ওই আসরেরর গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে হ্যাট্রিক ছিল তার।

সদ্য সমাপ্ত ইউরোর কোয়ার্টার ফাইনালে থামে স্বাগতিক জার্মানি। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে স্পেনের কাছে হেরেছিল ২-১ ব্যবধানে। সেটাই মুলারের সেই আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইল।